কিছু সৌন্দর্য্যের কোন ব্যাখ্যা নেই
কিছু সৌন্দর্য্যের কোন ব্যাখ্যা নেই। না, ভুল বললাম। বোধকরি কোন সৌন্দর্যের ই কোন ব্যাখ্যা নেই! সৌন্দর্য, শুধুই সৌন্দর্য্য! সুন্দর, শুধুই সুন্দর!
তবুও মানুষ সৌন্দর্যের ব্যাখা দাঁড় করায়৷ যা দেখলে, স্পর্শ করলে কিংবা অনুভব করলে বাঁচতে ইচ্ছে করে বোধকরি তা ই সৌন্দর্য!
সব সৌন্দর্যেই মরিচা পরে তা কি সত্যি। একই চাঁদ কিছুদিন পরপর পূর্ণিমা ফিরিয়ে দেয়, একই সূর্য হররোজ উদিত হয়, হররোজ অস্ত যায়! একই সমুদ্র হররোজ বেলাভূমিতে জীবনের কল্যাণসুধা ধারণকরা স্রোত উগড়ে দেয়! তবুও এরা সুন্দর! কারণ একটাই! এদের দেখলে,স্পর্শ করলে কিংবা অনুভব করলে বাঁচতে ইচ্ছে করে!
একটা শিশু প্রতিদিন ই সুন্দর! যা শুদ্ধ, তা ই সুন্দর! যা সুন্দর, তা ই শুদ্ধ!
কারো শুদ্ধতম বেদনা, নিঁখাদ বিরহ , নির্জলা হাসি কিংবা উচাটন উদাসী ভাবুক দৃষ্টি ফাল্গুনী হাওয়ার মতো হৃদয়ে দোলা দিয়ে গেলেই শুধু প্রেম হয়! এ ছাড়া যা হয়, তার নাম মুগ্ধতা! সকল মুগ্ধতা প্রেম না হলেও সকল প্রেম ই মুগ্ধতা!
চিবুকে হাত রাখা একটা মেয়ে যত সুন্দর, ভাবুক চোখের পাতলা দাঁড়ি গজানো যুবক ঠিক ততটাই সুন্দর!
গোলাপ সুন্দর এর পেছনে কারণ এই নয় যে গোলাপ রক্তিম! কই রক্ত ও তো রক্তিম। রক্ত কে তো কেউ সুন্দর বলে না৷ মূলকথা হলো, গোলাপ দেখলেই বুকটা ছ্যাত করে ওঠে৷ ইচ্ছে করে পছন্দের কাউকে, একটা নামপরিচয়হীন চিঠির সাথে ' মিত্রা ' সাজিয়ে পাঠিয়ে দেই! গোলাপ সুন্দর কারণ গোলাপ বাঁচার আকুতি জাগায়!
তবুও মানুষ সৌন্দর্যের ব্যাখা দাঁড় করায়৷ যা দেখলে, স্পর্শ করলে কিংবা অনুভব করলে বাঁচতে ইচ্ছে করে বোধকরি তা ই সৌন্দর্য!
সব সৌন্দর্যেই মরিচা পরে তা কি সত্যি। একই চাঁদ কিছুদিন পরপর পূর্ণিমা ফিরিয়ে দেয়, একই সূর্য হররোজ উদিত হয়, হররোজ অস্ত যায়! একই সমুদ্র হররোজ বেলাভূমিতে জীবনের কল্যাণসুধা ধারণকরা স্রোত উগড়ে দেয়! তবুও এরা সুন্দর! কারণ একটাই! এদের দেখলে,স্পর্শ করলে কিংবা অনুভব করলে বাঁচতে ইচ্ছে করে!
একটা শিশু প্রতিদিন ই সুন্দর! যা শুদ্ধ, তা ই সুন্দর! যা সুন্দর, তা ই শুদ্ধ!
কারো শুদ্ধতম বেদনা, নিঁখাদ বিরহ , নির্জলা হাসি কিংবা উচাটন উদাসী ভাবুক দৃষ্টি ফাল্গুনী হাওয়ার মতো হৃদয়ে দোলা দিয়ে গেলেই শুধু প্রেম হয়! এ ছাড়া যা হয়, তার নাম মুগ্ধতা! সকল মুগ্ধতা প্রেম না হলেও সকল প্রেম ই মুগ্ধতা!
চিবুকে হাত রাখা একটা মেয়ে যত সুন্দর, ভাবুক চোখের পাতলা দাঁড়ি গজানো যুবক ঠিক ততটাই সুন্দর!
গোলাপ সুন্দর এর পেছনে কারণ এই নয় যে গোলাপ রক্তিম! কই রক্ত ও তো রক্তিম। রক্ত কে তো কেউ সুন্দর বলে না৷ মূলকথা হলো, গোলাপ দেখলেই বুকটা ছ্যাত করে ওঠে৷ ইচ্ছে করে পছন্দের কাউকে, একটা নামপরিচয়হীন চিঠির সাথে ' মিত্রা ' সাজিয়ে পাঠিয়ে দেই! গোলাপ সুন্দর কারণ গোলাপ বাঁচার আকুতি জাগায়!
No comments